Thursday, July 14, 2016

খাঁচার ভিতর অচিন পাখী – Khanchar vetor Ochin pakhi

Khanchar vetor Ochin pakhi By Lalon. See Full Lyrics Below the content..

খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়।
ধরতে পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়।।

আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
আয়না-মহল তায়।।

কপালে মোর নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা খুলে পাখী আমার
কোন বনে পালায়।।

মন, তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর তৈরী কাঁচা বাঁশে
কোনদিন খাঁচা পড়বে খসে
লালন কেঁদে কয়।।

লালন কয় খাঁচা খুলে
সে পাখী কোনখানে পালায়।।

আমায় বাঁধবে যদি কাজের ডোরে- নজরুল গীতি

তব গানের ভাষায় সুরে বুঝেছি
এতদিনে পেয়েছি তা’রে ,
আমি আমি যা’রে খুঁজেছি ৷৷
ছিল পাষাণ হ’য়ে গভীর অভিমান
এল সহসা আনন্দ অশ্রুর বান ।
বিরহ-সুন্দর হয়ে সেই এল দেবতা ব’লে যা’রে পূজেছি ৷৷
তোমার দেওয়া বিদায়ের মালা পুনঃপ্রাণ পেল প্রিয়
হ’য়ে শুভদৃষ্টির মিলন-মালিকা বুকে ফিরে এল প্রিয় ।
যাহারে নিষ্ঠুর বলেছি নিশীথে গোপনে কেঁদেছি
নয়নের বারি হাসি দিয়ে মুছেছি ৷৷

অরুণকান্তি কেগো যোগী ভিখারী

অরুণকান্তি কেগো যোগী ভিখারী।  

নীরবে হেসে দাঁড়াইলে এসে

প্রখর তেজ তব নেহারিতে নারি।।

রাস-বিলাসিনী আমি আহিরিণী

শ্যামল-কিশোর-রূপ শুধু চিনি

অম্বরে হেরি আজ একি জ্যোতি-পুঞ্জ?

হে গিরিজাপতি! কোথা গিরিধারী।।

সম্বর সম্বর মহিমা তব

হে ব্রজেশ ভৈরব! আমি ব্রজবালা,

হে শিব সুন্দর! বাঘছাল পরিহর-

ধর নটবর বেশ পর নীপমালা।

নব-মেঘ-চন্দনে ঢাকি’ অঙ্গগজ্যোতি

প্রিয় হ’য়ে দেখা দাও ত্রিভুবন-পতি,

পার্ব্বতী নহি আমি, আমি শ্রীমতী,

বিষাণ ফেলিয়া হও বাঁশরী-ধারী।।

————–

আহীর ভৈরব / ত্রিতাল

 

Copyright @ 2015